ক্ষমতার অপব্যবহার করে এক ব্যক্তিকে সাজা ও একই পরিবারের অন্য দুজনের বিরুদ্ধে এখতিয়ারবিহীন ব্যবস্থা নেওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
এক ব্যাক্তির পক্ষে আজ বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আগামী তিনদিনের মধ্যে এসি ল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে হাইকোর্টে এর প্রতিকার চেয়ে আবেদন করা হবে।