জয়পুরহাটে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মাসুদ রানা নামে এক ব্যক্তিকে ৪০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের
সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩০ জুন দুপুর দুটার দিকে জয়পুরহাট সদরের হরিপুর উত্তর পাড়া গ্রামের ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পার্শ্বের একটি পাট ক্ষেতে যায়। এ সময় ওই গ্রামেরই তাজিম উদ্দীনের ছেলে মাসুদ রানা (৩৬) তাকে ধর্ষণ করে। এ ঘটনায় লজ্জায় ওই কিশোরী ২ জুলাই বিষপান করলে তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে এ ঘটনায় নিহতের বাবা হেলাল উদ্দীন বাদী হয়ে ৩ জুলাই জয়পুরহাট থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের ১৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাতজন স্বাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে আদালতের বিচারক আজ এ রায় দেন।
এ বিষয়ে জয়পুরহাটের সিনিয়র আইনজীবী নন্দ কিশোর আগরওয়ালা জানান, মামলা দায়েরের পর থেকেই আসামি পলাতক থাকলেও আজ জনাকীর্ণ আদালতে বিচারক মো. রুস্তম আলী এ আদেশ প্রদান করেন। রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন নিহত কিশোরীর মা-বাবাসহ স্বজনরা।