যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা যাত্রীদের ক্ষেত্রে কোয়ারেন্টিনের নিয়ম অনেকটাই শিথিল করা হয়েছে। আগামীকাল শুক্রবারের পর থেকে যারা যুক্তরাজ্য থেকে দেশে আসবেন, তারা ১৪ দিনের পরিবর্তে চার দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করবেন।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে পাঠানো এক পত্রে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
ওই নির্দেশনায় জানানো হয়, চারদিন পর নমুনা পরীক্ষায় করোনভাইরাসের সংক্রমণ পাওয়া না গেলে বাড়িতে গিয়ে তিনি বাকি ১০ দিনের (মোট ১৪ দিন) কোয়ারেন্টিন সম্পন্ন করবেন।
আর চার দিন পর নমুনা পরীক্ষায় কারও সংক্রমণ ধরা পড়লে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে সরকার নির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। সেখানকার সব খরচ বহন করতে হবে যাত্রীদের।
প্রসঙ্গত, করোনাভাইরাসের অতি সংক্রামক একটি নতুন ধরন লন্ডন ও আশপাশের এলাকা থেকে দ্রুত ছড়াতে থাকায় গত মাসের শেষ দিকে অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের ব্যাপারে সতর্কতা বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় নতুন এ নির্দেশনা দিলো অধিদপ্তর।