বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনেই একটি নতুন রেকর্ড পেয়ে গেছেন কর্মকর্তারা। নারীদের হাইজাম্পে ১.৭০ মিটার উচ্চতায় লাফিয়ে নতুন রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর ঋতু আক্তার। এ ইভেন্টে ১.৬৮ মিটারে আগের রেকর্ডটি ছিল ২০১৯ সালে বাংলাদেশ জেলের উম্মে হাফসা রুমকির। এবারও তিনি হাইজাম্পে খেলেছেন। উচ্চতাও ছিল ১.৬৮ মিটার। এগোতে পারেনি। তাই রুমকিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ঋতু।
এর আগেও জুনিয়র মিটে খেলেছেন রিতু। কিন্তু তখন রুপা জিতেছিলেন। কিন্তু সিনিয়রে এসেই বাজিমাত করে দিয়েছেন। এ জন্য অবশ্য তাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে তাকে। বিকেএসপির কোচ ড. মেহেদী হাসানের কাছে বেশ কয়েকদিন অনুশীলন করেছেন রিতু। প্রস্তুতির সময়ে টানা তিন দিন রেকর্ড মিটারে জাম্প করেছেন। রিতুর কথায়, ‘টানা তিন দিন রেকর্ড মিটারে জাম্প করার পর স্যার (মেহেদী হাসান) আমাকে বললেন এবার রেকর্ড হবে তোর। সত্যিই তাই হয়েছে।