সাতক্ষীরার কালিগঞ্জে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার নলতা ইউনিয়নের দক্ষিণ কাশিবাটি মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
মৃত ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম (৬০)। তিনি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলমের বাবা।
জানা গেছে, সম্প্রতি মসজিদটির কমিটি গঠন করা হয়। এতে ফজলুল রহমান সভাপতি ও মাহাবুবুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। একটি পক্ষ বিষয়টি মেনে নিতে পারেনি। শুক্রবার তুচ্ছ ঘটনা জেরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
ঘটনার সময়ই মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন সাধারণ সম্পাদকের বাবা নজরুল ইসলাম। পথে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম জানান, তারা বাবা সংঘর্ষের মধ্যে ছিলেন না। নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন। পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।