প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ মাউরিসিও পচেত্তিনো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে ফ্রেঞ্চ লিগ ওয়ানে আগামী দুই ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না তিনি।
যুক্তরাজ্যভিত্তিক স্কাই স্পোর্টস’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে পিএসজি জানায়, স্বাস্থ্য প্রটোকল মেনে আইসোলেশনে আছেন পচেত্তিনো। তার পরিবর্তে অ্যাঙ্গার্সের বিপক্ষে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ জেসুস পেরেজ এবং মিগুয়েল ডি’আগস্টিনো।