সরকারি কর্মচারী বিধি ২০১৮ অনুসারে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য এবং কোনো রাজনৈতিক প্রচারে অংশ নিতে পারবেন না। কিন্তু এ বিধি লঙ্ঘন করে মৌলভীবাজার পৌর নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল আলীর বিরুদ্ধে। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন ভোটাররা।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি মৌলভীবাজার পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে একজন কাউন্সিলরের পক্ষে গত ১৫ ও ১৬ জানুয়ারি প্রার্থীর সঙ্গে গণসংযোগ ও অফিস উদ্বোধনে অংশ নেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী। এ নিয়ে বিরোধীপ্রার্থীর সমর্থক ও সাধারণ ভোটাররা ক্ষোভ প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তারা এ নিয়ে সমালোচনা করেছেন। কাউন্সিলর প্রার্থীর অফিস উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের এবং গণসংযোগের ছবিও ফেসবুকে প্রকাশ পায়।
এ বিষয়ে অধ্যক্ষ ফজলুল আলী বলেন, ‘শহরের শান্তিবাগ এলাকায় আমার বাসা। আমি নামাজ পড়তে গিয়েছিলাম তখন এলাকার মানুষ ডেকেছিল। এলাকার মানুষ ডাকলে না-যেয়ে থাকা যায়? কেউ ডাকলে যাওয়া যাবে না এমন নিষেধও আছে নাকি!’ কোনো প্রার্থীর অফিস উদ্বোধন বা গণসংযোগে যাননি বলে জানান তিনি।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সরকারি কর্মচারী বিধি ২০১৮ অনুসারে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য এবং কোনো রাজনৈতিক প্রচারে অংশ নিতে পারবেন না। তাই কোনো সরকারি কর্মকর্তা অংশ নিয়ে থাকলে সেটা অবশ্যই অপরাধ।
জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এমন কিছু ঘটে থাকলে সুনির্দিষ্টভাবেই আইন ভঙ্গ করা হয়েছে । অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।