কক্সবাজারের চকরিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করে তিন ভরি স্বর্ণ ও নগদ তিন লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুটের খবর পাওয়া গেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডলনীঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী চিংড়িঘেরের ব্যবসায়ী মো. মাহাবুব জানান, ১৫-১৬ জনের সশস্ত্র ডাকাত দল বাড়িতে হানা দেয়। কয়েকজন পাকা ঘরের ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করেন। অন্যরা ঘরে ঢুকে প্রতিটি রুমের আলমারি ভেঙে বিদেশ থেকে ভাইদের পাঠানো তিন ভরি স্বর্ণালঙ্কার, নগদ তিন লাখ টাকাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘খবর পেয়ে এএসপি সার্কেল (চকরিয়া-পেকুয়া) তফিকুল আলমসহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি ডাকাতি বলে মনে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডাকাতদের শনাক্ত ও আটকের অভিযান চলছে।’