জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পিকে হাওলাদার) সহযোগী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধার তিনদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে বৃহস্পতিবার দুদকের তলবে তারা হাজির হলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পিকে হালদারের সহযোগী বাবা-মেয়ের রিমান্ড আবেদন করেন দুদক। তার আগে আজ সকাল ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ১টায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর দুপুর ২টায় তাদের সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘পিকে হালদারের এই দুই সহযোগীকে আজ সকাল ১০টা থেকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় তাদের দুপুরে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর দুপুর সোয়া ২টার দিকে তাদের নিয়ে আদালতের উদ্দেশে রওনা হন দুদকের অনুসন্ধান কর্মকর্তা সালাউদ্দিন।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকুমার মৃধা বলেন, ‘পত্রপত্রিকায় যা লেখালেখি হচ্ছে, সেই বিষয়ে পিকে হালদারের কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই। তিনি কেবল আমার ক্লায়েন্ট।’