সারাদেশের ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে সবচেয়ে বেশি রিটার্ন দাখিল হয়েছে চট্টগ্রামে। গত ডিসেম্বরের কর মেয়াদে চট্টগ্রামে ১৬ হাজার ২৭৫ রিটার্ন জমা পড়ে। যা সারাদেশের সর্বোচ্চ বলে ঘোষণা করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সূত্রে জানা যায়, চট্টগ্রামে মোট ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান ২৭ হাজার ৪২৭টি। অনলাইনে দাখিল করা রিটার্নের হার মোট নিবন্ধনের ৬০ শতাংশ। গত ২০১৯-২০ অর্থবছরের মোট ৬৭৯ কোটি ৩৩ লাখ টাকা ডিসেম্বরে রাজস্ব আদায় হয়েছিল। ২০২০-২১ অর্থবছরের ডিসেম্বরে আদায় হয়েছে ৬৯৮ কোটি ৬৫ লাখ টাকা। বেশি আদায় হয়েছে ১৯ কোটির ৩২ লাখ টাকা। গত ডিসেম্বর কর মেয়াদে অনলাইনে সারাদেশে ভ্যাট রিটার্ন দাখিল
হয়েছে ৮৯ হাজার ৬২৮টি। এর মধ্যে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামে জমা পড়েছে ১৬ হাজার ২৭৫টি।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ভ্যাট মেলা ও ভ্যাট বুথ স্থাপনের ফলে অনলাইনে রিটার্নে দাখিলের সংখ্যা গত কর মেয়াদের তুলনায় বেড়েছে ৩ হাজার। বেশি রিটার্ন জমার পাশাপাশি রাজস্ব আদায়ও বেড়েছে।