ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ী গ্রামে ভ্রাম্যমাণ আদালত ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি বশির আহাম্মদকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদ- প্রদান করেন। এ সময় অবৈধ ড্রেজারের মালামাল জব্দ করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম। আদালত সূত্রে জানা যায়, উপজেলার নিমবাড়ী গ্রামে আওয়ামী লীগ নেতা বশির আহাম্মদ ড্রেজারে মাটি কাটছিলেন। এর ফলে গ্রামবাসীর পুরান কবরস্থানটি ধসে যায়। গ্রামবাসী বাধা দিলেও তাদের কথায় কর্ণপাত করেননি বশির আহাম্মদ। নিরুপায় হয়ে গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের কাছে অভিযোগ দেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ইউএনও জানান, আইনমন্ত্রীর নির্দেশে নিমবাড়ী গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বশির আহাম্মদকে জরিমানা ও ড্রেজারের যাবতীয় মালামাল জব্দ করা হয়েছে।