চলতি বছর শুরুর দিকে আড়াল ভেঙে প্রকাশ্যে আসেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। প্রায় ১০ মাস আড়ালে থাকার পর নতুন লুকের ছবি দিয়ে আড়াল ভাঙেন এই অভিনেত্রী। জানিয়েছেন কাজে ফেরার কথাও। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সরব আছেন বুবলী। সম্প্রতি নিজের নামে ইউটিউবে চ্যানেলও খুলেছেন তিনি।
বুবলীর ভাষ্য, ‘বিশ্বের বড় বড় তারকারা ভক্ত-দর্শকদের সঙ্গে যুক্ত থাকার জন্য নানা মাধ্যম ব্যবহার করে থাকেন। সেসব মাধ্যম থেকে তারা তাদের আপডেটগুলো জানান। আমার ভক্তদেরও আমার প্রতি একটা প্রত্যাশা আছে। আমি কি করছি না করছি, আমার পছন্দের বিষয়গুলো ইত্যাদি তাদের জানার অধিকার আছে। সেই ভাবনা থেকেই ইউটিউব চ্যানেলটি খুলেছি। এখন থেকে দর্শকদের সঙ্গে কাজ দিয়ে নিয়মিত যোগাযোগ থাকবে।’
ইউটিউব চ্যানেলে কোন ধরনের ভিডিও থাকবে? জানতে চাইলে তিনি বলেন, ‘আমার শুটিংয়ের টুকিটাকি বিষয়, পছন্দ-অপছন্দ, সচেতনতামূলক নানা ভিডিও প্রকাশ করা হবে।’
ছবির শুটিংয়ে ফিরছেন কবে? উত্তরে বুবলী বলেন, ‘আমি তো কাজের জন্য পুরোপুরি রেডি। তবে করোনা মহামারির কারণে কাজে সংখ্যা অনেক কমে গেছে। নতুন কাজে প্রস্তাবও কম আসছে। এর মধ্যে দুটি সিনেমার বিষয়ে কথা চলছে। চুক্তিবদ্ধ হলেই বিস্তারিত জানাবো। আশা করি, খুব শীঘ্রই নতুন কাজের খবর দিতে পারবো।’
ব্যক্তিগত প্রসঙ্গ, আড়ালে থাকার কারণে আপনাকে নিয়ে নানা গুঞ্জন ওঠে শোবিজ পাড়ায়। আপনি ফিরে আসার পরও সে বিষয়গুলো নিয়ে কথা বলেননি। ফলে আপনার ব্যক্তিগত বিষয়ে নিয়ে অনেকেই অনেক কিছু ভাবছেন। এ বিষয়ে আপনার মন্তব্য কি? উত্তরে বুবলী বলেন, ‘আড়ালে থাকার কারণে যেসব গুঞ্জন উঠেছে সবই আমি শুনেছি। প্রথমদিকে বিষয়টি খারাপ লাগতো। কিন্তু দেখলাম, মিডিয়াপাড়ায় এসব নিয়মিতই হচ্ছে। এখন আর ওসব নিয়ে ভাবি না। বরাবরই আমি ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ায় কথা বলতে চাই না। এটা আগেও সবাই দেখেছেন। সবাইকে বলবো, এসব মনগড়া কথা বিশ্বাস করতে না।’