আজ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসর। উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ মাঠে গড়াবে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মারাঠা অ্যারাবিয়ানস ও নর্দান ওয়ারিয়র্স। দ্বিতীয় ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটর্সের প্রতিপক্ষ পুনে ডেভিলস। তৃতীয় ম্যাচে বাংলা টাইগার্স খেলবে দিল্লি বুলসের বিপক্ষে। ৮ দলের এ টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশের কিছু খেলোয়াড় দল পেয়েছেন। প্লেয়ার্স ড্রাফটে মারাঠা অ্যারাবিয়ানস কিনেছে মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ ও মুক্তার আলীকে। ইতোমধ্যে সৈকত ও মুক্তার টি-টেনে খেলতে দুবাই গেছেন। তারা মারাঠার হয়ে মাঠে নামতে পারেন। তবে দল পেলেও দুবাই যাওয়া হয়নি তাসকিনের। এ পেসার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রাথমিক টেস্ট দলে আছেন। এ কারণে তাকে এনওসি (অনাপত্তিপত্র) দেয়নি বিসিবি। তাসকিন এখন দলের সঙ্গে চট্টগ্রাম আছেন। পুনে ডেভিলসের হয়ে খেলতে নাসির হোসেন এখন দুবাই অবস্থান করছেন। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় ওয়ানডে শেষেই দুবাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছেন বাংলা টাইগার্সের হয়ে দল পাওয়া আফিফ হোসেন ও মেহেদী হাসান। আফিফ দলটির আইকন খেলোয়াড়। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। সব ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে। টুর্নামেন্টে অংশ নেওয়া ৮ দলের আইকন ক্রিকেটাররা হলেনÑ ক্রিস গেইল (টিম আবুধাবি), শোয়েব মালিক (মারাঠা অ্যারাবিয়ানস), আফিফ হোসেন (বাংলা টাইগার্স), সুনীল নারিন (ডেকান গ্ল্যাডিয়েটর্স), শহীদ আফ্রিদি (কালান্দার্স), ডোয়াইন ব্রাভো (দিল্লি বুলস), নিকোলাস পুরান (নর্দান ওয়ারিয়র্স), থিসারা পেরেরা (পুনে ডেভিলস)।