শহর পরিচ্ছন্নতায় এক নারীর একক আন্দোলন ও উদ্যোগ নিয়ে নির্মিত হলো টেলিছবি ‘নগরবালা’। মিজানুর রহমান বেলালের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন আদিত্য জনি। গল্পে দেখা যাবে, অফিস যাওয়ার পথে বালার সঙ্গে কথাকাটাকাটি হয় এক যুবকের। একপর্যায়ে বালা যুবকের কলার ধরে জোর করে রাস্তায় ফেলে দেওয়া চিপসের প্যাকেট তুলে ডাস্টবিনে রাখতে বাধ্য করে। এভাবেই প্রতিদিন বালার সঙ্গে ওই যুবকের তর্ক লাগে।
নির্মাতা জনি বলেন, ‘বালার কথা হলো- আমরা যদি নগরকে পরিচ্ছন্ন না রাখি, তা হলে নগর ভালো থাকবে না। অসাধারণ এই গল্প নিয়ে কাজ করতে পেরে আমি আনন্দিত। বিশেষ করে নগরের মানুষ দারুণ একটি বার্তা পাবে এ কাজটি থেকে।’ টেলিছবিতে বালা চরিত্রে অভিনয় করেছেন সানজিদা ইসলাম। বিভিন্ন চরিত্রে আরও আছেন শিপন মিত্র, আজম খান, সারা, ইমরান হাসো, আরশি খানসহ অনেকে। নির্মাতা জানান, ‘নগরবালা’ টেলিছবিটি আগামীকাল বিকাল ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে।