চিত্রনায়িকা মুনমুন এবার গায়িকারূপে। ‘বাউলা মাইয়া’ শিরোনামের গানটির কথা লিখেছেন ওমর ফারুক ফারহান। জীবন ওয়াসিফের সুরে এর সংগীতায়োজন করেছেন রোহান রাজ। ইয়ামিন এলানের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মুনমুন নিজেই। ২৭ জানুয়ারি ইউটিউবে গানটি মুক্তি পেয়েছে।
মুনমুন বলেন, ‘নতুন বছরে নতুন গানে কণ্ঠ দিলাম। আমি গায়িকা নই, তাই ভুল হওয়াটা স্বাভাবিক। ভুল-ত্রুটি ক্ষমা করবেন।’ গানটি মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। শ্রোতারা মুনমুনের গায়কির প্রশংসা করছেন। আঁখি আলম নামে একজন লিখেছেন, ‘অসাধারণ গায়কি। ভালো লাগলো আপু।’ শিবু দেবনাথ নামে একজন লিখেছেন, ‘খুব সুন্দর হয়েছে। আসাধারণ গান।’