অনুরাগ থিয়েটারের নতুন নাটক ‘অবজেকশন ওভাররুলড’। গত ২৭ নভেম্বর বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকার সুত্রাপুরে জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে নাটকটির চতুর্থ মঞ্চায়ন। এটি রচনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন মাহবুব আলম। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- শামসি আরা সায়েকা, হুমায়রা আনজুম আরিনা, সাহাদাত হোসেন সাহিদ, হামিদা আক্তার দোলা, উর্মি আক্তার, মেহমুদ সিদ্দিকী লেলিন, জাহিদ হাসান আশিক, ইসরাফিল হোসেন সোহান, সুলতানা আক্তার, রাজু আক্তার জনি, নিজাম নূর ও মীর মিজানুর রহমান।
নাটকটির নেপথ্য শিল্পীরা হলেন- মঞ্চ পরিকল্পনায় মাহবুব আলম, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, কোরিওগ্রাফি একে আজাদ সেতু, নৃত্যে হামিদা আক্তার দোলা, আবহ সংগীত পরিকল্পনায় বিশ্বজিৎ সোহাগ, পোশাক পরিকল্পনায় শামসি আরা সায়েকা, রূপসজ্জা শিল্পী শুভাশীষ দত্ত তন্ময়, পোস্টার ডিজাইন আনোয়ার হোসেন চৌধুরী, মঞ্চসজ্জা ও প্রপস পরিকল্পনা সাহাদাত হোসেন সাহিদ, প্রযোজনা অধিকর্তা মো. হারুন সিকদার।