করোনার টিকা নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের আট ক্রিকেটার। আজ শনিবার দ্বিতীয় ধাপে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেন তারা।
টিকা নেওয়া আট ক্রিকেটার হলেন- সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, রুবেল হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ও শান্ত। এ নিয়ে মোট ১৪ ক্রিকেটার ভ্যাকসিন গ্রহণ করলেন।
এর আগে তামিম, সৌম্য, মিরাজসহ করোনার ভ্যাকসিন নিয়েছিলেন ৬ ক্রিকেটার। এতে মোট ১৪ ক্রিকেটার নিউজিল্যান্ড সফরের আগে ভ্যাকসিন কার্য সম্পাদন করলেন। আর আগামী ২২ ফেব্রুয়ারি ভ্যাকসিন নেবেন জাতীয় নারী দলের ক্রিকেটাররা।