অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বার্সেলোনায় অবস্থিত বাংলা স্কুলের উদ্যোগে রাষ্ট্রীয় স্বাস্থ্যবিধি মেনে রোববার স্থানীয় স্কুলা পিয়ায় শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলা স্কুলের সভাপতি আউয়াল ইসলামের সভাপতিত্বে ও স্কুলের শিক্ষিকা সাইমা ইসলামের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বার্সেলোনা বাংলাদেশ কনস্যুলার জেনারেল রামন পেদ্র বারনাউস।
অনুষ্ঠানে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে বক্তব্য দেন, বাংলা স্কুলের প্রাক্তন সভাপতি আলাউদ্দিন হক নেছা, ধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ, উপদেষ্টা শাহআলম স্বাধীন, কমিউনিটি নেতা জাহাঙ্গীর আলম, শিক্ষক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতার চারটি গ্রুপে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।