‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’র অন্যতম জনপ্রিয় প্রতিযোগী জামিল হোসেন। ২০১২ সালে মীরাক্কেল মঞ্চ থেকে নামার পর নাম লেখান অভিনয়ে। কাজ করেন নাটক ও চলচ্চিত্রে। অবশেষে জামিল হাজির হচ্ছেন সুরকার ও কণ্ঠশিল্পীর পরিচয়ে।
এরই মধ্যে শেষ করেছেন ‘বন্ধুরে তুই আমার চোখের নোনাজল’ শিরোনামে একটি গান। লুৎফর হাসানের কথায় গানটির সুর করেছেন জামিল নিজেই। আর সংগীতে ছিলেন রানা আখন্দ। শেষ করেছেন ভিডিও’র শুটিংও।
জামিল জানান, গানটির ভিডিওতে তার বিপরীতে মডেল হয়েছেন তুলনা হারুন। আরও আছেন সুস্মিতা সাহা ও অরিত্রা। গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন বিকাশ সাহা।
গান গাওয়া প্রসঙ্গে জামিল বলেন, ‘অভিনয় ব্যস্ততার কারণে গান নিয়ে বসা হয় না। কারণ, দুটি দুই ঘরানার বিষয়। অনেক আশা নিয়ে মাঝে একটি সিনেমার গান করেছিলাম। সে সিনেমাটি সেন্সরই পায়নি। সে হিসেবে এবারই প্রথম আমার কোনও মৌলিক গান প্রকাশের পথে। আমি চেষ্টা করেছি, ওপেনিংয়ে সবাইকে একটু মানসম্মত চমক দিতে। যেমন ভালো কথা-সুর তেমন ভিডিও। প্রেম-বিরহ মিশে আছে গানে। আমার মনে হচ্ছে, গানটি শুনে কেউ হতাশ হবেন না।’
তিনি জানান, আগামী ১ মার্চ গানচিত্রটি প্রকাশ হবে স্বদেশ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।