শাপলা মিডিয়া প্রযোজিত জাফর আল মামুনের পরিচালনায় নির্মিত হচ্ছে ছবি ‘এক পশলা বৃষ্টি’। ছবির একটি গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী বেলাল খান ও পড়শী। ‘আকাশ ছোয়া’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন আশিক বন্ধু। সুর-সংগীত করেছেন টিটন মামা। মগবাজারের একটি স্টুডিওতে গতকাল গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
গানটি প্রসঙ্গে পড়শী বলেন, ‘গানের গল্প শুনেই গানটিতে কণ্ঠ দিয়েছি। দারুণ চমৎকার একটা গান। আশা করছি, গানটি জনপ্রিয়তা পাবে।’
বেলাল খান বলেন, ‘গানটির কথা, সুর দারুণ। এই গানের জন্য ছবিটি দেখতে অনেকেই হলমুখী হবে। গানটি নিয়ে আমি আশাবাদী।’
জানা গেছে, আগামী বুধবার থেকে ‘এক পশলা বৃষ্টি’ ছবির দৃশ্যধারণ শুরু হবে। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক আসিফ নূর, কায়েস আরজু ও চিত্রনায়িকা আঁচল।