চিত্রনায়িকা অধরা খান অভিনীত ছবি ‘পাগলের মতো ভালোবাসি’ মু্ক্তি পেয়েছে গত শুক্রবার। শাহীন সুমন পরিচালিত এতে অধরার নায়ক আসিফ নূর। এটি চিত্রনায়িকা অধরার প্রথম ছবি। তবে বিভিন্ন কারণে এটি মুক্তি পেতে সময় নিয়েছে চার বছর। তার আগেই মুক্তি পেয়েছে অধরা অভিনীত ‘নায়ক’ ও ‘মাতাল’ ছবি দুটি।
এই চিত্রনায়িকার ভাষ্য, ‘এটি আমার প্রথম ছবি। যার মধ্য দিয়ে আমি বড়পর্দায় পা রেখেছি। ২০১৬ সালে ছবির কাজ হয়েছিল। বাণিজ্যিক ঘরনার এই ছবির গল্পটি অনেক সুন্দর। প্রেম-বিরহ, অ্যাকশন সব কিছু আছে এতে।’
অধরা খান আরও বলেন, ‘ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের ভালো সাড়া পাচ্ছি। অনেকে ফোনে, এসএমএস ও মেসেঞ্জারে শুভেচ্ছা জানাচ্ছেন। প্রথম ছবি, অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। সবাইকে বলবো, ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
নতুন একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অধরা খান। বর্তমান কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছুদিন আগে সৈকত নাসিরের “বর্ডার”র কাজ শেষ করেছি। অপূর্ব রানার “গিভ এন্ড টেক”র শুটিং হয়েছে। দ্বিতীয় লট সামনে শুরু হবে। এছাড়া আরও কয়েকটি ছবি নিয়ে কথাবার্তা চলছে। ব্যাটে বলে মিললে ছবিগুলোতে কাজ করা হবে।’