রাজশাহী মহানগরীর শেখের চক মহলদার পাড়া এলাকায় থেকে ৮০ লিটার মদসহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম বুধু রজক। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে মহলদার পাড়ায় নিজ বাড়ি থেকে মদসহ তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে আরএমপি’র মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নগরীতে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এর আগেও গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে রাজপাড়ার তেরখাদিয়া এলাকায় ১১৬ লিটার মদ ও মদ পাচারে ব্যবহৃত ইজিবাইকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।