কো-চেয়ারম্যান সারা যাকের
এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান নূর। গ্রুপের নতুন কো-চেয়ারম্যান হয়েছেন সারা যাকের। ১৮ ফেব্রুয়ারি গ্রুপের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। আগে তারা যথাক্রমে ভাইস চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ছিলেন।
আসাদুজ্জামান নূর বলেন, এটা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। শ্রদ্ধেয় আলী যাকেরের রেখে যাওয়া দিকনির্দেশনাকে আমরা আরও ফলপ্রসূ করতে সক্ষম হবো বলে বিশ্বাস করি। সারা যাকের বলেন, দেশের যোগাযোগমাধ্যম খাতে এশিয়াটিক থ্রিসিক্সটি বিভিন্ন উল্লেখযোগ্য কাজ এবং দায়িত্বশীল কর্মপরিধির মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ৫০ বছরের অধিক সময়ের যাত্রায় যারা আমাদের অংশীদার হয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। নতুন দায়িত্বে সবার কাছ থেকে একই রকম সহযোগিতা কামনা করছি। বিজ্ঞপ্তি