জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো সংগীতশিল্পী কিশোরের কণ্ঠে প্রথম মৌলিক হিন্দি গান ‘তেরে পেয়ার নে’ গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন সিদ্ধেশ্বর ব্যানার্জী। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর নিজেই। গান প্রসঙ্গে কিশোর জানান, আমার জীবনের প্রথম মৌলিক হিন্দি গান- তেরে পেয়ার নে। সংগীতের কোনো ভাষা হয় না। এটি একটি ইউনিভার্সাল বিষয়। তাই আমার এ চেষ্টাটি এই গ্লোবালাইজেশনের যুগে আমার কাছে মনে হয়েছে সময়োপযোগী। আর ভবিষ্যতে অন্য যে কোনো ভাষায় গান গাইবার ইচ্ছা পোষণ করলাম। যদি আমার কণ্ঠে এ গানটি আপনাদের ভালো লাগে, তবেই এই কাজের সার্থকতা।
এই গানের জন্য কিশোর পুরো কৃতিত্ব দিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজকে। কিশোর বলেন, তিনি আমার কাছে রোমান্টিক কোনো টিউন থাকলে পাঠাতে বলেন। টিউন শোনার পরই গানটি হিন্দিতে করার জন্য আগ্রহ প্রকাশ করেন। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আরিয়ানা ও সাঞ্জ জন। ভিডিও পরিচালনা করেছেন সৈকত নাসির। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গানটি জাজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে।