‘সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয়, তা গত দুই দিন টের পেয়েছি। গত ৪-৫ দিন ধরে আমি চোখ নামে একটি সিনেমার শুটিং করছিলাম। শুটিং শেষে রাতে বাসায় ফেরার পথে বিপরীত রাস্তা থেকে কোনো হর্ন না বাজিয়ে, কোনো সিগন্যাল না দিয়ে আমার গাড়ির দিকে প্রচ- বেগে তেড়ে এসেছে একটি প্রাইভেটকার। যার গ্লাস ছিল ব্ল্যাক পেপার দিয়ে মোড়ানো এবং কোনো নাম্বার প্লেট ছিল না। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এখন আর বুঝতে বাকি থাকে না যে, এটি উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে।’ গতকাল ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এমন একটি পোস্ট করেছেন চিত্রনায়িকা বুবলী। এই পোস্টের সূত্র ধরে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘একই ঘটনার পুনরাবৃত্তি হওয়া কোনো স্বাভাবিক বিষয় নয়। পর পর দুবার। কেউ আমাকে মেরে ফেলার চেষ্টা করছে।’ আপনি কি কাউকে সন্দেহ করেন? বুবলী বলেন, ‘অনেক দিন ধরেই আমি নানাভাবে নানাকিছু বুঝতে পারছি, কিন্তু স্পেসিফিক কারও নাম বলতে চাই না। যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই।’