সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল চার দিনের টেস্টে এক দিন হাতে রেখেই ইনিংস ও ২৩ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। এই বড় জয়ের মূল নায়ক তানভীর ইসলাম। প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৮টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। তার ঘূর্ণিজাদুতেই আইরিশদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৩৯ রানে। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছিল তারা। সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রথম ইনিংসে ৩১৩ রান সংগ্রহ করেছিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনই ৩ উইকেট শিকার করে দ্বিতীয় ইনিংসে আইরিশদের বিপাকে ফেলে দেন তানভীর। গতকাল নেমে আরও ৫ উইকেট শিকার করেন তিনি। তাতে সফরকারীদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যেতে বেশি সময় লাগেনি। আইরিশ দলের অধিনায়ক টেকটর ৫৫ রানের ইনিংস খেলে কিছুটা লড়াই চালিয়ে যান। দ্বিতীয় ইনিংসে তানভীরের বোলিং বিশ্লেষণ ছিল ২৮.৩-১১-৫১-৮। এবাদত ও সাইফ হাসান একটি করে উইকেট পান। প্রথম ইনিংসে তানভীরের বোলিং বিশ্লেষণ ছিল ২৩-৮-৫৫-৫। প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স দেখালেন এই ২৫ বছর বয়সী স্পিনার। এর আগে ১১টি প্রথম শ্রেণির ক্রিকেটে তার সংগ্রহ ছিল ১৯ উইকেট। এবার এক ম্যাচেই ১৩ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন তিনি। আগে এক ম্যাচে তার সেরা বোলিং ফিগার ছিল ৮/৫৫। দিনের শুরু থেকেই জ্বলে ওঠেন তানভীর। ৪ উইকেটে ৩৫ রান নিয়ে তৃতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমেছিল আয়ারল্যান্ড ‘এ’ দল। অধিনায়ক টেকটর ও ক্যামফারই ব্যাট হাতে কিছুটা লড়েছেন। এই দুই ব্যাটসম্যান সাজঘরে ফেরার পর ইনিংস গুটিয়ে যেতে বেশি সময় লাগেনি আইরিশদের। ম্যাচসেরার পুরস্কার পান তানভীর। এবার বাংলাদেশ ইমার্জিং ও আয়ারল্যান্ড ‘এ’ দল ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে লড়াইয়ে নামবে।