সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের গাওয়া গান নিয়ে তৈরি হচ্ছে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’। এটি নির্মাণ করছেন আবরার আতহার। বিষয়টি নিশ্চিত করেছেন এই সংগীতশিল্পী নিজেই।
অর্ণব বলেন, ‘আমরা একটা মিউজিক্যাল ডকুমেন্টারি করছি। এখানে আমরা ৮-১০টা গান রাখবো। আমার পুরোনো যেসব গান ছিল সেগুলো অন্যভাবে পারফর্ম করা হবে। সঙ্গে ছোট ছোট কিছু কথোপকথনও থাকবে।’
তিনি আরও জানান, ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’র শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। কিছু অংশের শুটিংয়ের জন্য কক্সবাজারে যাবেন তারা। সেখানেও দুই-তিনটি গানের দৃশ্যধারণ হবে। এছাড়া ঢাকায়, নিজের ঘর ও স্টুডিওতে কিছু অংশের দৃশ্যধারণ করা হবে।
জানা গেছে, ডকুমেন্টারিতে অর্ণবের পুরোনো গানের পাশাপাশি থাকবে তার জীবনের টুকরো কিছু স্মৃতি। সঙ্গে থাকবে তার ব্যান্ড অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ও সুনিধি নায়েক। এটি নির্মিত হচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম ‘চরকি’র জন্য। আর খুব শিগগিরই মুক্তি পাবে ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’।