মঠবাড়িয়ার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পতাকা দিবস উপলক্ষে ১ হাজার ১০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা প্রদর্শন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে ৯ শতাধিক শিক্ষার্থী এ পতাকা প্রদর্শনীতে অংশগ্রহণ করে। পতাকা প্রদর্শনকালে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীদের জাতীয় পতাকার সম্মান সুরক্ষায় অধ্যক্ষ আলমগীর হোসেন খান শপথ পাঠ করান।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সুন্দরবন অঞ্চলের নবম সেক্টরের সাবসেক্টর কমান্ডার শরণখোলা অঞ্চলের (আসাদনগর) কমান্ডিং অফিসার মজিবুল হক মজনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, শিক্ষক রোকনুজ্জামান শরীফ, পারভেজ তালুকদার, নাসরিন আক্তার প্রমুখ।
মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান পতাকা দিবসকে ২ মার্চ জাতীয়ভাবে পতাকা দিবস উদযাপনের দাবি জানান। তিনি আরও বলেন, প্রতি বছর ১০ ফুট করে পতাকা বাড়ানো হবে। শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।