শাকিব খানের নতুন ছবি ‘অন্তরাত্মা’র শুটিং শুরু হয়েছে পাবনায়। গতকাল থেকে তিনি এর শুটিংয়ে অংশ নিয়েছেন। এর আগে, শুটিংয়ে অংশ নিতে শুক্রবার পাবনায় পা রাখেন এই চিত্রনায়ক। সেদিন রাতেই অংশ নেন ছবির মহরতে।
জানা গেছে, পাবনা ও আশপাশের এলাকায় টানা ২২ দিন ‘অন্তরাত্মা’র শুটিংয়ে অংশ নেবেন শাকিব। আর তার নায়িকা কলকাতার দর্শনা বণিক শুটিংয়ে যোগ দেবেন আগামীকাল। পাবনার পর ছবির বাকি অংশের দৃশ্যধারণ হবে নাটোরে।
শাকিব খান বলেন, ‘ছবির গল্প যখন শুনেছি তখনই আমার খুব ভালো লেগেছে। এই ছবির নায়ক হিসেবে নিজেকে কখন পর্দায় দেখবো, সেই অপেক্ষাতেই ছিলাম। ছবিটি সবার অন্তর-আত্মা ছুঁয়ে যাবে।’
‘অন্তরাত্মা’ প্রযোজনা করছে তরঙ্গ এন্টারটেইনমেন্ট। মৌলিক গল্প নির্ভর এই ছবিটি রোজার ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে।
এদিকে, ‘অন্তরাত্মা’র শুটিং হচ্ছে পাবনার একটি অবকাশযাপন কেন্দ্রে। শুক্রবার রাতে জমকালো মহরতে নাচ, গান, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা শাহেদ শরীফ খান, প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, পরিচালক ওয়াজেদ আলী সুমন, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদসহ অনেকে।
ছবিতে শাকিব-দর্শনা ও শাহেদ শরীফ খান ছাড়াও অভিনয় করবেন ঝুনা চৌধুরী, মাসুম বাসার, মিলি বাসার প্রমুখ।