ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক ও ত্রিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. নজরুল ইসলামকে সিবিআইআর-এর ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সংগঠনের জাতীয় সমন্বয়ক আরিফ হাসান ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক কেন্দ্রের (সিবিআইআর) পেইজে এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সাংবাদিক নজরুল ইসলামকে সিবিআইআর’র ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নীতি নির্ধারণী ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী গত শনিবার থেকে এ দায়িত্ব পালন শুরু করেন।
মো. নজরুল ইসলামকে এই পদে নির্বাচিত করায় ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান, ত্রিশাল সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ত্রিশাল রিপোর্টটার্স ইউনিটির সভাপতি এইচ. এম জোবায়ের হোসাইনসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছে।