দেশের অন্যতম ব্যান্ড দলগুলোর একটি এলআরবি। ১৯৯০ সালের আজকের এদিনে ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুর হাত ধরেই ব্যান্ডটির যাত্রা শুরু হয়। দলনেতা আইয়ুব বাচ্চুর প্রয়াত হওয়ার পর এলআরবি নিয়ে নানা সময় নানান সংকট তৈরি হয়েছে।
অবশেষে গত বছর আইয়ুব বাচ্চুর দুই সন্তান ফাইরুয সাফরা আইয়ুব ও আহনাফ তাযওয়ার আইয়ুব জানান, এখন থেকে পরিবারের অনুমতি ছাড়া কার্যত কেউ-ই ব্যান্ডটি নিয়ে কাজ করতে পারবেন না। কারণ, এলআরবির স্রষ্টা আইয়ুব বাচ্চু মৃত্যুর আগে ২৩টি অ্যালবাম ও ব্যান্ড নিজের নামে নিবন্ধন করে গেছেন। কপিরাইট আইনও বলছে, সন্তান ও পরিবারের মতকেই প্রাধান্য দিতে হবে।
এলআরবি’র জন্মদিনের দলটিকে স্মরণ করলেন আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাযওয়ার আইয়ুব (এবি জুনিয়র)। ট্রিবিউট করলেন ‘নিরবে’ গানটি। তাযওয়ারের গিটারে গানটি ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে নেট দুনিয়ায়।
সঙ্গে এলআরবি’র পেজ থেকে লিখা হয়, ‘এলআরবির'র জন্মদিনে শুভেচ্ছা। প্রতি বছর দিনটি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিটির জন্য আসে। আমি নিশ্চিত, এখন তিনি হাসছেন। তাদের সংগীত সারাজীবন বেঁচে থাকবে।’
উল্লেখ্য, ‘নিরবে’ গানটি ছিল এলআরবি’র ‘স্ক্রু ড্রাইভার’ অ্যালবামে, যা প্রকাশ হয় ১৯৯৫ সালে সাউন্ডটেকের ব্যানারে।