আইপিএলের চতুর্দশ আসরে বাংলাদেশ থেকে নিলামে বিক্রি হয়েছে দুজন ক্রিকেটার- সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা। মোস্তাফিজের নতুন ঠিকানা হয়েছে রাজস্থান রয়্যালস। বাঁহাতি পেসারকে ১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটি। তবে আইপিএলে খেলতে যাওয়া নিয়ে কম নাটক হয়নি। বিশেষ করে শ্রীলংকার বিপক্ষে টেস্ট না খেলে সাকিব আইপিএলে খেলতে যাওয়ার জন্য বিসিবির কাছে ছুটি চাইলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সাকিবের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন কিছু উগ্র সমর্থক। অথচ পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে আইপিএল খেলার জন্য দেশ ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার পাঁচ ক্রিকেটার। এটা নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন মাশরাফি বিন মোর্ত্তজা। তিনি লিখেছেন, ‘ডেভিড মিলার, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, ডি কক- সবাই ফর্মে আছে এবং প্রথম দুই ম্যাচেই ভালো পারফর্ম করছে আজ দেখছি সিরিজ ডিসাইড ম্যাচে নেই। কারণ বুঝলাম কোয়ারেন্টিন পূরণ করতে হবে আইপিএলের জন্য। ম্যাচের ৩০ ভাগ শেষ কিন্তু কোনো আওয়াজ নেই কমেন্ট্রিতে বা অন্য কোথাও। কল্পনায় আনতে পারছি না এ রকম অবস্থায় আমাদের কেউ গেলে কী হতে পারত। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, আল্লাহ তোদের সহায় হোন...।’