লোহিত সাগরে ইরানের একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে গতকাল এ খবর জানিয়েছে আল জাজিরা। গত মঙ্গলবার হামলার শিকার হওয়া ওই জাহাজের নাম স্যাভিজ। ইরান হামলার কথা স্বীকার করলেও তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, গত কয়েক বছর ধরে জাহাজটি লোহিত সাগরে অবস্থান করছিল। ওই আধাসরকারি সংবাদমাধ্যমের দাবি, সমুদ্রে জলদস্যুদের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সেখানে অবস্থানরত ইরানি কমান্ডোদের সহায়তার জন্য জাহাজটি সেখানে মোতায়েন রেখেছিল তেহরান। সম্প্রতি ইরান ও ইসরায়েলি জাহাজে একের পর এক হামলা চালানো হচ্ছে।