বিশ্বের সবচেয়ে ‘সাইলেন্ট ও ডিউর্যাবল’ রেফ্রিজারেটর কম্প্রেসর উৎপাদন শুরু করেছে ওয়ালটন। দ্বিতীয় প্রজন্মের নতুন দুটি মডেল দেশের একমাত্র কম্প্রেসর উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের কম্প্রেসর গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগের নতুন উদ্ভাবন। সোমবার গাজীপুরের ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেডকোয়ার্টারে দ্বিতীয় প্রজন্মের ওই দুই মডেলের কম্প্রেসর উদ্বোধন করা হয়। মডেল দুটির নামÑ এইচভিওয়াই ৯৪এএ এবং এইচভিওয়াইএক্স ৯এএ।