বৈশাখী টেলিভিশনের নিয়মিত লাইভ মিউজিক্যাল শো ‘বৈশাখী ফোক’। প্রচার হচ্ছে প্রতি শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটে। এ অনুষ্ঠানে আজ সরাসরি গান পরিবেশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী। আফরিন অথৈয়ের উপস্থাপনায় এটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। প্যানেল প্রযোজক মামুন আব্দুল্লাহ ও রবিউল হাসান প্রধান। ঐশী বলেন, “সংগীতই আমার ধ্যান-জ্ঞান-সাধনা। এটিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে চলছি। ‘বৈশাখী ফোক’ অনুষ্ঠানে নিজের পছন্দের কিছু গান পরিবেশন করেছি। এ ছাড়া
চেষ্টা করেছি দর্শক আর ভক্তদের ভালো লাগার
কিছু গান গাওয়ার।”