বতসোয়ানার একটি দ্বীপে দুই মাসে সাড়ে তিনশর বেশি হাতির ‘রহস্যজনক’ মৃত্যুর খবর দিয়েছেন দেশটির কর্মকর্তারা। মৃত হাতিদের দাঁত অক্ষত থাকায় চোরাশিকারিরা সেগুলোকে হত্যা করেনি বলে প্রাথমিকভাবে মনে হলেও প্রাকৃতিক, বিষক্রিয়া না অন্য কোনো কারণে এই বিপুল সংখ্যক হাতির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বতসোয়ানার সরকার বলেছে, তারা কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের তিনটি ল্যাবরেটরিকেও মৃত হাতিদের নমুনা পরীক্ষা করে দেখতে বলবে। আফ্রিকা মহাদেশে যত হাতি আছে, বতসোয়ানায় তার প্রায় এক তৃতীয়াংশের দেখা মেলে। ষবিবিসি