‘শত বর্ষে শত শাখা রূপালী ব্যাংক মেলুক পাখা’- এই শ্লোগানকে ধারণ করে মুজিববর্ষে রূপালী ব্যাংকের শত শাখা খোলার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে সম্পূর্ণ অনলাইন সুবিধা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৭৭তম শাখা ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন শাখার উদ্বোধন করেন।
এতে অন্যান্যদের মধ্যে ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও খন্দকার আতাউর রহমান, জিএম অশোক কুমার সিংহ রায়, শফিকুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।