সাইবেরিয়ার বাসিন্দা সের্গেই গর্শকভ চলতি বছরের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার (ডব্লিউপিওয়াই) পুরস্কার জিতেছেন। তার তোলা ছবিটি পুরস্কার জেতার মতোই বটে। গভীর অরণ্যে একটি বাঘিনী গাছকে আলিঙ্গন করে আছে! এমন একটি ছবি বহু মানুষের হৃদয়কেই ছুঁয়ে গেছে। পৃথিবীর অন্যতম বিরল ও হিংস্র প্রাণী বাঘ। এই প্রাণীর ছবি তোলা এত সহজ ব্যাপার নয়। তবে সের্গেই গর্শকভ একজন দক্ষ মানুষ। গভীর অরণ্যে বাঘিনী আলিঙ্গন করে আছে গাছকে- এমনই এক মায়াময় ছবি তুলেছেন তিনি। আর এই ছবিটি নিয়েই গোটা বিশ্বে তুমুল শোরগোল পড়ে গেছে। ছবিটি তুলতে ১০ মাস আগে ক্যামেরা সেট করে রেখেছিলেন সের্গেই গর্শকভ।
ছবিটিকে পুরস্কৃত করতে গিয়ে বিচারকরা বলেছেন, সের্গেইয়ের তোলা ছবিতে আলো, রঙ এবং টেক্সচারের যে বিরল মিশ্রণ ধরা পড়েছে, তা একমাত্র আঁকা ছবিতেই সম্ভব। অনেকেই বলছেন, বাঘটি দেখে মনে হচ্ছে, ও যেন ওই অরণ্যেরই একান্ত অংশ। ওর লেজটা এমনভাবে বেঁকে আছে যেন ওটাই গাছের শিকড়। দুটি সত্তা মিলেমিশে একাকার।