যশোরের অভয়নগরবাসীর স্বপ্নের ভৈরব সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। শুধু উদ্বোধনের অপেক্ষায়। আজ রবিবার সেতুটি উদ্বোধন হচ্ছে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করবেন বলে জানা গেছে।
২০১৫ সালের জুনে শুরু হয় সেতুটির নির্মাণকাজ। উপজেলার ভৈরব নদের দুপাশে মশারহাটি ও দেয়াপাড়া গ্রামের মাঝে সেতুটি নির্মিত হয়েছে। ৭০২ দশমিক ৫৫ মিটার দীর্ঘ এবং ৮ দশমিক ১ মিটার প্রস্থ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৮ কোটি ৩৯ লাখ টাকা। এর বাইরে সেতুর উভয় পাশের তিন কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বেড়েছে আরও ৭ কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশলীর অধিদপ্তরের তত্ত্বাবধানে ভৈরব সেতুটি নির্মাণ করেছে ভারত-বাংলাদেশ যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স র্যাংকিং। গত ঈদের পর থেকে এলাকার মানুষ সেতুর ওপর দিয়ে চলাচল করছে। প্রতিদিন সেতু দেখার জন্য হাজারো মানুষের ঢল নামে। তবে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।