গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দোলা পরিবহনের একটি বাস পাশের একটি যানকে ওভারটেক করতে গিয়ে পাশের জলাশয়ে পড়ে গেছে। এতে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ জন। আজ শনিবার উপজেলার খালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, দোলা পরিবহনের বাসটি আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে টুঙ্গিপাড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি খালেকের বাজার এলাকায় পৌঁছালে পাশের অন্য একটি যানকে ওভারটেক করতে গিয়ে এর চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি রাস্তার ডান পাশের জলাশয়ে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।’
নিহততের মধ্যে একজন ঘটনাস্থলেই ও অপর দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানিয়েছেন ওসি মনিরুল।