advertisement
advertisement
advertisement

সালমানের প্রথম প্রেমিকার মেয়ে এই বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৯ ১০:৩০ এএম | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ০২:৫৪ পিএম
advertisement

গয়নার বিজ্ঞাপনের কারণে ইতিমধ্যেই ঘরে ঘরে পরিচিত মুখ তিনি। বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীও বলা হয় তাকে। সুপারস্টার সালমান খানসহ বিটাউনের একাধিক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গেও রয়েছে তার আত্মীয়তার সম্পর্ক। তিনি আর কেউ নন, সালমানের প্রথম প্রেমিকার মেয়ে শায়েষা সায়গল।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শায়েষার মা শাহিন বানুও ছিলেন একজন অভিনেত্রী। তিনি অভিনেত্রী শায়রা বানুর ভাই সুলতান আহমেদের মেয়ে অর্থাৎ শায়রা ও দিলীপ কুমারের নাতনি শায়েষা। অন্যদিকে শায়েষার বাবা সুমিত সায়গলও একজন বলিউড অভিনেতা। তার বাবা-মায়ের বিচ্ছেদের পর সুমিত বিয়ে করেন অভিনেত্রী ফারহাকে। সেদিক থেকে ফারহা হলেন শায়েষার সৎমা।

advertisement

তবে শায়েষার সঙ্গে সালমান খানের এক অন্যরকম সম্পর্ক রয়েছে। সেটা তার মায়ের দিক থেকে।সালমান খানের কলেজ জীবনের প্রথম প্রেমিকা ছিলেন শাহিন। শায়রা ও দিলীপ কুমারের সঙ্গে সালমানের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল সেই সময়। সেই শাহিনেরই মেয়ে শায়েষা। সালমান তাই এই অভিনেত্রীকে নাকি ডেবিউ করাতেও চেয়েছিলেন।

advertisement

১৯ বছর বয়সেই শাহিনের সঙ্গে নাকি সালমানের ব্রেকআপ হয়ে যায়। তার পর শাহিন বিয়ে করেন সুমিতকে। সেই সুমিত আর শাহিনেরই মেয়ে শায়েষা।

বলি সূত্রে খবর, সালমান অত্যন্ত খেয়াল রাখেন ‘শিবায়ে’ অভিনেত্রীর, স্নেহও করেন। এর আগে এক পার্টিতে দেখাও গেছে তাদের।

সালমান নাকি ঘনিষ্ঠ মহলে এও বলেছেন, শায়েষাকে দেখলেই অল্পবয়সের শাহিনের কথাই তার মনে পড়ে যায়।

অজয় দেবগণের ‘শিবায়ে’ ছবিতে অভিনয় করেছেন শায়েষা।  আবারও শিগগিরই নতুন ছবিতে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। তবে শায়েষার প্রথম ছবি তামিল। ছবির নাম ছিল অখিল। সেটি বেশ জনপ্রিয় হয়েছিল।

মুম্বাইয়ের ইকোলে মণ্ডলে স্কুল থেকে পড়াশোনা করেছেন শায়েষা। কোনদিন ৯০ শতাংশের কম নম্বর পাননি এই মেধাবী ছাত্রী। এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছিলেন তিনি।