advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
advertisement

‘মিশন এক্সট্রিম’ নিয়ে দুবাই ঐশী

বিনোদন প্রতিবেদক
১৪ মে ২০১৯ ১১:৩৬ | আপডেট: ১৪ মে ২০১৯ ১১:৩৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনয় করছেন ‘মিশন এক্সট্রিম’ ছবিতে। এর মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে এই অভিনেত্রীর। সম্প্রতি শেষ হয়েছে ছবির বাংলাদেশ অংশের শুটিং। এবার শুটিং করতে দুবাই গেলেন ঐশী। গতকাল ‘মিশন এক্সট্রিম’ ছবির পুরো টিম দুবাইয়ের উদ্দেশ্যে দেশত্যাগ করেন।

যাওয়ার আগে দৈনিক আমাদের সময় অনলাইনকে ঐশী বলেন, ‘ছবির পরবর্তী কাজ করতে আমরা সবাই মিলে দুবাই যাচ্ছি। এবারই প্রথম সেখানে যাওয়া। শুরুতেই বলেছি, “মিশন এক্সট্রিম” ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী।’

জানা গেছে, ছবির কাজে অংশ নিতে দুবাই গেলেন আরিফিন শুভ, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, মিশা সওদাগরসহ প্রায় পুরো টিম।

‘মিশন এক্সট্রিম’ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সানী সানোয়ার নিজেই।

সানী সানোয়ার বলেন, ‘আমাদের অল্প কিছু কাজ বাকি আছে। শুটিং শেষ করে দ্রুত শুরু হবে এর সম্পাদনার কাজ। এরপর ছবির প্রচারণা। এ বছরই দর্শকরা ছবিটি দেখতে পারবেন।’