advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
advertisement

সেই বোরহান গ্রেপ্তার হয়নি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৬ মে ২০১৯ ০০:০০ | আপডেট: ১৬ মে ২০১৯ ০০:০৭
আদালতে বাসচালক ও হেলপারের স্বীকারোক্তি অনুযায়ী ইবনে সিনা মেডিক্যাল কলেজের নার্স শাহীনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যায় জড়িত বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সারোয়ার জাহান অবশ্য বলেছেন, বোরহান উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চলছে, খুব শিগগির তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে। এদিকে এ জঘন্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল অব্যাহত রয়েছে। গতকাল বুধবার কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মানববন্ধন এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইনউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডা. মুক্তাদির ভূঁইয়া বাচ্চু, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাজরীনা তৈয়ব, কটিয়াদী বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।