advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
advertisement

আরও ২ কোম্পানির লাইসেন্স বাতিল  

ইউএনবি
১৬ মে ২০১৯ ২১:৩৯ | আপডেট: ১৬ মে ২০১৯ ২১:৩৯

নিম্নমানের পণ্য উৎপাদনের দায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আজ বৃহস্পতিবার আরও দুই কোম্পানির লাইসেন্স বাতিল করেছে।

বিএসটিআই এক নোটিশে চট্টগ্রামের এসএম কনজ্যুমার প্রোডাক্ট এবং নওগাঁর কিরণ ট্রেডার্সের লাইসেন্স বাতিল করার কথা জানায়। সেই সঙ্গে আরও ২৫ কোম্পানির পণ্যের লাইসেন্স স্থগিত করা হয়েছে।

বিএসটিআই একই কারণে গতকাল বুধবার সাত পণ্যের লাইসেন্স বাতিল এবং ১৮ পণ্যের লাইসেন্স স্থগিত করে।

বিএসটিআই সম্প্রতি ৪০৬ ধরনের খাদ্যপণ্য পরীক্ষা করে। যার মধ্যে ৫২টি খাদ্যের নমুনা নিম্নমানের বা ভেজাল পাওয়া যায়। এগুলোর উৎপাদন, সরবরাহ, বিক্রি ও বিজ্ঞাপন ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছিল বিএসটিআই।

যে ২৫ কোম্পানির লাইসেন্স স্থগিত করা হয়েছে সেগুলো হলো, ঢাকার দক্ষিণ গোরানের বাঘাবাড়ী স্পেশাল ঘি কোম্পানির ঘি, সিলেটের নিশিতা ফুডসের সুজি, সিলেটের মঞ্জিল ফুডস অ্যান্ড প্রোডাক্টসের হলুদের গুড়া, কুষ্টিয়ার শান ফুডের হলুদের গুড়া, রাজশাহীর কাশেম ট্রেডার্সের হলুদের গুড়া ও মরিচের গুড়া, রাজশাহীর আমিরুল ট্রেডার্সের মরিচের গুড়া, খুলনার গ্রীন ল্যান্ডস মিল্ক প্রোডাক্টসের মধু, খুলনার মধুমতি সল্ট ইন্ডাস্ট্রিজের আয়োডিনযুক্ত লবণ, ঝালকাঠির নূর সল্ট ইন্ডাষ্ট্রিজের আয়োডিনযুক্ত লবণ, ঝালকাঠির নিউ ঝালকাঠি সল্ট মিলসের আয়োডিনযুক্ত লবণ, ঝালকাঠির কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজের আয়োডিনযুক্ত লবণ, ঝালকাঠির লাকী সল্ট ইন্ডাস্ট্রিজের আয়োডিনযুক্ত লবণ, ঝালকাঠির তাজ সল্ট ইন্ডাস্ট্রিজের আয়োডিনযুক্ত লবণ, ঝালকাঠির জেদ্দা ফুড ইন্ডাস্ট্রিজের লাচ্ছা সেমাই, বরিশালের অমৃত ফুড প্রোডাক্টসের লাচ্ছা সেমাই, সিলেটের মধুফুল অ্যান্ড প্রোডাক্টসের লাচ্ছা সেমাই, চট্টগ্রামের মিঠাই সুইটস অ্যান্ড বেকারীর লাচ্ছা সেমাই, চট্টগ্রামের ওয়েল ফুড অ্যান্ড বেভারেজের লাচ্ছা সেমাই, চট্টগ্রামের মিষ্টি মেলা ফুড প্রোডাক্টসের লাচ্ছা সেমাই, চট্টগ্রামের মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুটের লাচ্ছা সেমাই, চট্টগ্রামের কেআর ফুড ইন্ডাস্ট্রিজের ময়দা, চট্টগ্রামের রূপসা ফুড প্রোডাক্টসের ফারমেন্টেড মিল্ক, চট্টগ্রামের ইমতিয়াজ ব্রেড অ্যান্ড ফুডের বিস্কুট এবং ব্রাহ্মণবাড়িয়ার তাঈয়েবা ফুড প্রোডাক্টসের চানাচুর।