advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
advertisement

৩ লাখ টাকার ডিম রাস্তায় নষ্ট

নাটোর প্রতিনিধি
১৭ মে ২০১৯ ০০:০০ | আপডেট: ১৬ মে ২০১৯ ২৩:৩৮
২০ হাজার টাকা বকশিশ না দেওয়ায় ৩৫ হাজার ডিম (মুরগির ডিম) নষ্ট করে ফেলার অভিযোগ উঠেছে নাটোরের বনপাড়া হাইওয়ে পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান সুতিরপাড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে। গতকাল বেলা ১১টায় সরেজমিন গিয়ে দেখা যায়, স্থানীয় নারীরা রাস্তায় পড়ে থাকা ভাঙাচোরা ডিম কুড়িয়ে নিচ্ছেন। রাস্তাজুড়ে ভাঙা ডিমের হলুদ কুসুম ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। পিকআপের চালক ও তার সহকারী ভাঙা ডিম ফেলে দিয়ে প্লাস্টিকের খাঁচাগুলো সংগ্রহ করছেন। কেটে ফেলা রশিগুলো রাস্তায় যত্রতত্র পড়ে আছে। বনপাড়া হাইওয়ে থানার ওসি আলিম হোসেন শিকদার সন্ধ্যায় মুঠোফোনে সাংবাদিকদের জানান, রশি কেটে দিয়ে ডিম নষ্ট করার কোনো ঘটনা ঘটেনি। পিকআপটি কাত হয়ে ডিম এমনিতেই পড়ে গেছে। ঘটনার সময় হাইওয়ে পুলিশের কারা দায়িত্বে ছিলেন তা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।