advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
advertisement

ফুলবাড়িয়ার সালমা হত্যার দায় স্বীকার প্রধান আসামির

ফুলবাড়িয়া প্রতিনিধি
১৭ মে ২০১৯ ০০:০০ | আপডেট: ১৬ মে ২০১৯ ২৩:৩৮
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সালমা হত্যার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি টিএ সালাম। গতকাল বৃহস্পতিবার বিকালে আদালতে তিনি জবানবন্দি দেন। ময়মনসিংহের ২ নম্বর আমলি আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফেরদৌস। সালমা হত্যা মামলার বাদী তার ছোট বোন শাহিদা খাতুন। আসামি টিও সালাম, তার পালক পুত্র জাহিদ, নুরু মিয়া, আশরাফুল ও জাহানারা বেগম। বাদীর অভিযোগ, তার বোন এলাকায় দাদন ব্যবসা করতেন। আর্থিক বিষয় নিয়ে টিএ সালামের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এ ঘটনার জেরে গত ১০ মে সন্ধ্যায় শিবগঞ্জ যাওয়ার পথে গাড়াজান এলাকায় টিএ সালাম অতর্কিতে সালমার ওপর হামলা চালিয়ে হত্যা করেন। পুলিশ ঘটনার রাতেই সালামের পালক পুত্র জাহিদকে আটক করে।