advertisement
DARAZ
advertisement
advertisement

সব খবর

advertisement
DBBL
advertisement
advertisement

ফরিদপুর সড়কে ধস ঝুঁকিতে যানচলাচল

ফরিদপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০২১ ১২:০০ এএম | আপডেট: ৩০ জুলাই ২০২১ ১১:০৫ পিএম
advertisement

সড়ক বিভাগের ফরিদপুর-গোপালগঞ্জ সড়কের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের শশা ব্রিজ সংলগ্ন সড়কের কিছু অংশ ধসে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন চলাচল করছে। করোনা মহামারী মোকাবিলায় চলছে লকডাউন। এরইমধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ওষুধ, কৃষিপণ্য সরবরাহ করতে ট্রাক ও ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহন এবং রোগী বহনকারী গাড়ি এ সড়ক দিয়ে চলাচল করছে। যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায়। শশা ব্রিজ সংলগ্ন সড়কের পাশে প্যালাসাইডিং না থাকায় এবং টানা প্রবল বৃষ্টিপাতে অতি সহজেই সড়কের কিছু অংশ ধসে গেছে।

সড়ক বিভাগের ফরিদপুর-নগরকান্দা সড়কের দৈর্ঘ্য ২৮ কিলোমিটার। সড়কটি ফরিদপুর সদর থেকে নগরকান্দা উপজেলা সদর হয়ে চলে গেছে ঢাকা-খুলনা বিশ্বরোডে। এ ছাড়া নগরকান্দা সদর থেকে ঢাকা-খুলনা বিশ্বরোডের জয়বাংলা মোড় হয়ে ঢাকা ও মুকসুদপুরসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায়।

ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান বলেন, খুব দ্রুত সড়কের ধসে যাওয়া অংশ মেরামত করে দেওয়া হবে।

advertisement