ময়লাবাহী গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মী রাসেল খান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মাদ নোমান আসামির জবানবন্দি গ্রহণ করেন। এর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৩ দিনের রিমান্ড শেষে গতকাল আসামিকে আদালতে তুলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন
জানান মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার এসআই আনিছুর রহমান। এই মামলায় গাড়ির আরেক চালক হারুন মিয়াও রিমান্ডে রয়েছেন।
গত ২৪ নভেম্বর বেলা ১১টার দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারের দক্ষিণ পাশে নটর ডেম কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী নাঈম হাসানকে ধাক্কা দেয় ডিএসসিসির একটি ট্রাক। গাড়িটি চালাচ্ছিলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী রাসেল। পালিয়ে যাওয়ার সময় লোকজনের সহায়তায় টহল পুলিশ রাসেল খানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পল্টন থানায় মামলা করেন নাঈমের বাবা শাহ আলম দেওয়ান।