আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও দূতাবাস সচল করছে সৌদি আরব। গত মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর আনাদুলো এজিন্সি
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, আফগান জনগণকে দূতাবাসসংক্রান্ত সেবা দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে কাবুলে সৌদি দূতাবাসের কনস্যুলার শাখা চালু করা হবে। এর আগে গত সোমবার আফগানিস্তান ইস্যুতে বিশেষ বৈঠকের জন্য অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনকে (ওআইসি) আহ্বান জানায় রিয়াদ। এ ছাড়া আগামী ১৭ ডিসেম্বর ইসলামাবাদে বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেয় পাকিস্তান।
উল্লেখ্য, আফগানিস্তানে চলমান মানবাধিকার পরিস্থিতি ও মানবিক সংকট নিয়ে আলোচনার উদ্দেশে এ আহ্বান জানিয়েছে আফগান মিত্র দেশগুলো।