চট্টগ্রাম আদালতে পুলিশের হেফাজত থেকে গত রবিবার পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি রোহিঙ্গা নাগরিক আবুল কালামকে টেকনাফের লেদাপাড়া ক্যাম্প থেকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানাপুলিশ। রোহিঙ্গা নাগরিক আবুল কালাম কক্সবাজারের টেকনাফের লেদাপাড়া রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী।
কর্তব্যে অবহেলার দায়ে নগরীর কোতোয়ালি থানার এক উপপরিদর্শক (এসআই) সেতু আক্তার, কনস্টেবল মো. শাহাদাত ও নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আমিনুল ইসলামকে প্রধান করে গঠন করা হয়েছে একটি কমিটি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, রবিবার কোতোয়ালি থানার কদমতলী মোড় থেকে আবুল কালামকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।